ভালোবাসা ছুঁতে গিয়ে
ছুঁয়ে আসি আর্ত উপস্বর
হৃৎপিন্ড ঝাঁকা দিয়েদিয়ে
নিঃস্ব করি বিবেকের ঘর।


দুয়ারে ঘুমায় সুখে থাকা
ধূলায় লুটোয় সে প্রহর
আগু পিছু কার হাতছানি
বয়ে গেছে পথ চেয়ে রাখা।


চোখে মুখে কথা জমেজমে
মালা গেঁথে সুখের বরষা
এ পথের বালু মরুভূমে
কবে কোন্ উথল ভরসা।


ছুঁতে যেয়ে হৃদয়ের ঘর
ছুঁয়ে আসি নিরেট সন্তাপ
ফাঁকি দেব ভাবি নিজে মনে
ফাঁকা হয় তৃষিত অন্তর।


শুদ্ধ গোলাপ তুলি সন্তর্পণ্
দোরগোড়ে কে যেন দাঁড়িয়ে
তারকথা যারে ভাবি নিশিদিন
কে যেন বাড়ায় হাত অকারণ।


ভাবি যার ঝঞ্ঝায় এ প্রাণে
ওঠে ঝড় বৃষ্টির মহারণ
ভোরে উঠে দেখি সেই খানেই
অহেতুক ভ্রষ্টের আচমন।


মালা কার গরজায় গলেতে
ভাবি বসে এ আমার সন্মাণ
আগুপিছু জমে আছে অপমান
এতকাল কেটে গেল ভ্রমেতে.................