*******
বিমিশ্র উত্তাপের
কিংবদন্তী রোদ
তুলে দেখ টুকড়ো হৃদয়
জন্মান্তর হিম হয়ে আছে
উদ্বায়ী মৃতের মতন
উল্কিরা নভোচর ,ঘাসে ঘাসে দীর্ঘশ্বাস
গাছেরাও সখা সাজে
ডালে দেখ কি প্রণয়যোগ !



*******
পাতাময় উল্কি শিশির
কুড়িময় মদগন্ধে শারীর বৈভব
ছায়া এসে চমকায়
বিপন্ন বিকেলে !



*******
চোখ চেয়ে অবশিষ্ট বেলা
রোদ তুমি রূপসী আদলে
সারিবদ্ধ ঢেউ তুলে কেয়ুর ছোঁওয়ালে
নুয়ে আছে পড়ন্ত বেলা!



********
দুলে ওঠে বিদ্ধ মানুষ
পরমাণু ক্রোমোজোম ছায়া
রোদের আঁতেল বাড়ে কমে
আসলে সে কালান্তর মায়া ।
দৈনিক পরাক্রম শেষে
পৃথিবীতে ঠেকে যায় মুখ
মুখ নয় রোদের বয়ামে
চটচটে ঝলসা অসুখ !