কীর্তিযস্য স.........


জ্যোতি হয়ে
আলোকের কাছে
ঘ্রাণ পরে আছে
জলের অতলে,পাথর খাদানে
মরুর ধূলিতে
বায়ুকনা শহরে নগরে
গঞ্জে গলিতে
কে যেন রয়েছে ঠায়
আদিগন্ত জুড়ে ||


বিচ্ছুরিত আলো
অনাগ্রাহী মুখগুলো ক্রান্তি পরস্পর
প্রণামীর পট বেয়ে
ঠাকুর পূণ্যি দেন , অভাবী অধরে....


জ্যোতিষ্ক দেখেছি
পূণ্যর্থী আলোয়
তট জুড়ে পদার্পণ
এও এক তামসিক দিনে
আলোক শিখার
জটাজুট ভেঙে ,ঢেউ হয়ে , রশ্মি হয়ে
পৃথিবীর মনুষ্য পাবন ||


"অমর চাঁদ কুন্ডুর ৬৬তম জন্মদিনে উৎসর্গ I