"আড়ালের কানাকানি"


ব্যাপ্তির শিখা ছেপে নর্মদার বান
চুপি করে রজনী ছড়ায় জ্যোৎস্না,


প্রেম নাম নামাবলী সুখের স্নায়ুর
কপালের ঘাম থেকে সুখে
মৃদঙ্গ বাঁধে ঝুমুরের ঘরে,
চোখে, মুখে লেগে থাকা জোয়ার ফেনীর
দ্যোদুলের মোহ মূর্চ্ছণা


কখনো তা ভেবে বসি প্রেম ।


"প্রবণতা"


জানতেই  অগাধ দুরাশা
জটলা ইন্দ্রিয়ে.............


মুক্তি আসে অনিহার কাছে
জমা রাখা দিনভর ক্লেদাক্ত যৌবন


প্রসন্নতা, অহো! প্রসন্নতা
আমার বিষাদ ধোয়াও ।


"