মাথায় আকাশ ভাঙেণি,জলেও দক্ষিণা
সমতল স্থির হয়ে ভাবে নেব কি নেবনা !


পাথর ছোড়েনি কেউ স শরীর ব্যবধান
বজ্রে আগুণ জ্বলেনি লোকায়ত দিনমান!


বাসা বাড়ী নেচেছিল শুধু ফাটল ধরেনি
ছোবলের কোপে নাম ধরে টানাটানি !


ভেসেছিল ঘর দোর জলদের হুঙ্কার
সার্চ আলোয় নাগরিক পঁচাগলা সৎকার !


গর্জে ওঠেনি বান্ অস্ত্রে ব্যপক ঝনঝনি
মোহের ত্রিশূল জুড়ে মোক্ষের কানাকানি!


পাহাড় ধ্বসেনি তবু নদীটায় মোচ্ছব ধুম
মাথায় ছুড়েছে শুধু বিষফলা জন্মের ওম্ !


ট্রিগারে আঙুলগুলো স্থির ছিল আবডালে
খুলিটা ওড়েনি বলে আজোবাঁচি ফাঁকতালে !


সবকিছু ঠিকঠাক, হয়নি তেমন শোরগোল
কিন্ত খবরে প্রকাশ আমি কিংবা তুমিই পাগল !


...................................................