রাত বেরাতে কষ্টগুলো নামে
ঠিক যেন এই মনের কাছাকাছি
ঠিকরে দু'চোখ আগুণ গোলাগুলি
জানিনা ঠিক কোন প্রহরে আছি !
বলছিল কে অমন নাকি ঘটেই
সব কিছুই হঠাৎ যখন থামে...|


হয়নি জানা সেই প্রণেতা কেমন
কখন বাজায় থামা চলার বাঁশি
বোঝাই করে কখন মনের ঘরে
সাজিয়ে রাখে দু:খ সুখের রাশি
ঠিক মেলেনা শব্দ ছকের খেলা
শূণ্য ক্রাশের দ্বন্দ পাশাপাশি |