সবেতো এসেছি নিবিষ্ট প্রপাতে
নৈবেদ্য দেবে না ?
মোহের কবন্ধ ঘিরে প্রবল প্রতাপে
স্থাণু হয়ে বসে রবো নির্বাসন পদে
বুদ্ধিভ্রষ্ট ভ্রম জুড়ে কবেকার বিবর্তন প্রথা
সৃষ্টি হও,সৃষ্টি হও সুবর্ণরেখা পরে
মোহমুগ্ধ আত্মিক ছায়া


ছেয়ে থাক পরমাত্মা জুড়ে
সহস্রাব্দ মুখোমুখি মানুষের
অদ্ভুত অসুখ ।


ঘুমে আছো?
তূণীর ফলায় নরদেহ
উঠে দেখ এ প্রপঞ্চে
তৈজস করঞ্জার ছোঁওয়াছুঁয়ি।


মোহ্ তুমি
কোন পর্বে সরল হয়েছো ?
প্রশ্নচিহ্ন দিয়ে
লুকিয়েছ পরমান্ন ছদ্মবেশী দেহে ?


লোকটার সম্বিৎ নিয়েছে চক্রান্তের সমূহ যাপন
গেঁথে গেছে পিল পিল দেহ
যন্ত্রণা আার ত্রিশূলের মাঝে
ও নাকি সম্ভ্রম চায় ত্রিকালজ্ঞ বৈঠকী দপ্তরে
সহস্র কার্তুজের নৈঃশব্দ বর্তণ চেয়ে থাকে একচোখা জীব
কবে এসে পড়ে ওর বুদ্ধিভ্রষ্ট ছায়া
নিয়তির চরম প্রহরে ।


এখনই চিহ্নিত হোক ওর গোলাগুলি
পোটলা,খুলি জুড়ে
কত কার মতিচ্ছন্ন ছায়া
গোলাকার শব ঝুলে আছে জীবের বৃত্ত ঘিরে
জৈবনিক কতটুক তার ফলেছে জীবন
কত গেছে নিধনের কোঁপে
চিহ্নিত হোক ওর সরঞ্জাম !


মানবিক স্থিরবৃত্ত ঘিরে !