কোনও এক কবি বলেছিলেন,
মানুষের কোন সীমা হয় না
সংজ্ঞা হয় না
আকাশ আর মানুষ
দুই-ই ক্রম আপেক্ষিক
দেশ, রাষ্ট্রের সবটাই মানুষ
সংখ্যা থেকে ছড়াতে ছড়াতে বৃহত্তর সংজ্ঞার নাম
"মানুষ"
ব্যপ্তির অনির্দিষ্ট প্রান্ত জুড়ে
ছেয়ে থাকার
মেলে দেবার
সবটাই মানুষ
সপ্তসাগর সেঁচে রৌদ্র চুঁইয়ে
রত্ন আনার নাম কবি বলেছিলেন,
" মনুষ্যত্ব "