মরুতে ফোটেনা ফুল
কে পারে ফোটাতে ?
মন যার দুর্নিবার ক্ষেত হয়ে আছে !


কোন লিপ্সা নেই যার
সে পারে বোঝাতে
আসল হৃদয় যার ঘর হয়ে আছে !


তুমি আর দ্রোহ যদি পারস্পরিক তবে
বুক চিড়ে ছিড়ে দিও নিবৃত্ত গোলাপ
ক্লান্তির ক্লেদাক্ত বৃত্তীয় সুখে !


কে যাবে মেঘের কাছে
ময়ূর পালখে
বৃষ্টি যার পেখম ছুঁয়েছে !


রংধনু মুখ কার রঙ বদলায়
কাঁটার আঁচড়
যে রয়েছে বৃত্তের উপত্যকায় !