এখানে বিচার নেই
রাতগুলো ক্ষয়ে যায় সব বিনিদ্র অশ্রুজলে
উঞ্ছবৃতের হাহা আক্রোশ
নীরব পাষাণতলে !
বিবর্ণ বধূ তুমি কি কেবল
জমা ক্ষতে শুধু নিন্দা প্রবল !
প্রেম , ভালো সব‌ই নিমেষে মেলালো
পাথর বাটির হবিষ ধারণে
একাই বিধান নিলে !


কেন ছুড়ে ফেলে দিলে যতন আভরণ
সাজানো সঘনে সোহাগ রতন, এলোথেলো
কেন ভূষণ জীবন, কেড়েছে সুযোগে
অতীব স্বজন,এ দায় মেনে নিলে ?


জানি যতটা সাজানো নিয়ম
সবটাই তুমি তোমার কারণ, ওঠা বসা শোওয়া
সবেতে শমন কোথা তুমি ঠাঁই পাবে ?
পদে পদে চলে বিপদ তোমার
তুমি অলক্ষ্মী, তুমি অপবাদ,ডাইনির ভর
শুধুই তোমার, অপয়া তোমার ছায়াটুক ঘিরে
কত'না চর্চা চলে !