স্থূলকায় স্লিপার পরে
আপনি হেঁটে যান, তিন টাকা মসনদে !
ঝলমলে জরি জেল্লায়
আপনার মুখে উড়তে থাকে
আপামর পাঁচ ছটাক্ দারিদ্র্য বলয় !
পাথরকুচির ভ্যানিটিতে লয়্যালটি সাজানো
ঘামরক্ত ক্ষয়িষ্ণুর
সদর্পের আঁচলে উঞ্ছের করুণ জায়গির
মিশে যায় ক্রমপরম্পরায় -
স্প্যাগোটি কামড়ে আপনি
আগুণ ফলান, এক একটি দাঁত বুর্জোয়া
অতিকায় গুড়িয়ে যায় গুর্বো সমাজ !
সেনসেক্স ওঠেবসে দৃষ্টি ইশারায় , ঝুমকোয়
দোল খায় চার'সিকে লোক !
মুক্তো লকেটে সেকালের আনাড়ি লোকেরা
ছাঁচ কেটেছিল -
হৃদপিন্ড ফুরে হেঁটে যান
ভঙ্গি কোমর, ক্যাস্পিয়ান ঢেউ ওঠে নামে
কেন্দ্র ফুরে আরো
অযাচিত শঙ্খ মেলে করোটি ডিঙিয়ে
হেঁটে যান সাহসী গ্রীবায় !