অস্তিত্বের সংযোগে বস্তু
আর দৃষ্টির সঙ্গে দৃশ্যের
আগল খুলে গন্ডী ছুলেই জ্ঞান
অস্তিত্ব ৺ঝাকিয়ে
স্থান, কাল,পাত্রে যা জমে তাতে
সময়ের মিথ্
কোষ,মজ্জায় ৺ঢেকুরের অস্তিত্বে
তার আবছায়ে
বস্তুর কাছে বিষয়ের,
আমার কাছে তোমার, এর কাছে ওর
দিগন্তে মাটির
দৃশ্যান্তর জুড়ে অনবরত
তৎপর আমরা। শুধু
নিজেকে সাজিয়ে,গুছিয়ে
আছে আছে শব্দের
নিষ্ঠ অণুরনন মাত্র
আসলে সবটাই এক নিখুঁত মিথ।