কাশ্মীর থেকে কন্যাকুমারী
বহেছে রক্তস্রোত
মাটি ভিজে গেছে হাহাকার আর
অশ্রু প্লাবন শোক ।
বিপন্ন দিনে গোটা দেশ স্তম্ভিত
ওরা মোর ভাই হোক।


রফি,বরকত,জব্বর সবে
গেঁথেছিল জয়গান
মাতৃমন্ত্রে একুশে প্রদীপ জ্বেলে
দাঁড়ায়েছে আসি আজ
ত্রিবর্ণে মিশে ত্রিধারা তীর্থে
ভারতমাতার কোলে।


কত শোক গেছে বহে
কত গেছে রসাতল
প্রাণ বিনিময়ে রঙীণ হয়েছে
শহীদ বেদীর তল
ভূমের মাটিতে কান্না ফলেছে
সিঁথির অশ্রুজল।


ভাষাভাষি ঘিরে দ্বন্দ অযথা
মন্ত্রে গীতাঞ্জলী
রবী,নজরুল রক্তে ফলেছে
দাবী জুড়ে দলাদলি।
কে কোথায় বলে আমি মহীয়ান
মতৃমন্ত্রে চলি।


একুশের গায়ে ভায়েদের মাটি
ভাষায় মায়ের দুধ
মশাল জ্বেলেছে সৈন্যের ঘাঁটি
জয় বাংলার বুক
দুস্কৃতি ওরা দাঙ্গা ছেয়েছে
শান্তিকামের নামে
হাজার সেলাম ভারতমাতার
একুশের সম্মাণে ।।