তোর আঙুল ভাজের ভীড়ে
আমি ফারাক রেখেছি বিস্তর
তবু তোর পরিহাস
এ কেমন,কেমনতরো এ সন্ত্রাস?
প্রশস্থ শাবকেরা
বাগানে রেখেছে কার্তুজ
তার ভাঙা চপার ঘিরে
কেমনতরো এ উল্লাস!
৺ধোয়াশা পাড়ার নিন্দুক
আড়াল করেছে অক্ষর
পান্থের শলা ঘিরে
যন্ত্র দানব প্রশ্বাস ।
মুদ্রা চলেছে গড়িয়ে
পেটে পিঠে তার মহারণ্
বাপুজি নেচেছে সভয়ে
তুহু মম সম্ভ্রম।