নি:সম্বলে কেড়ে খাওয়া কে তুমি
এর বেশি এগিও না
বড় স্বজনঘাতী স্বভাব তোমার
স্বেচ্ছাচারে মোড়া, গোটা সাম্রাজ্যে
টাঙিয়ে রেখেছ নিজের প্রতিকৃতি
চাদরখানায় নিষেধাজ্ঞা
সেরেছ শৈশবেই , কি বলে ধিক্কার দিই
নরাধম তুমি নহ মাতা নহ কন্যা
রাক্ষুসে ক্ষুধা অনর্গল লেলিহান জ্বলে
চোখে মুখে কামুকতা - ওই
স্থাণে প্রতিদিন নিধন যজ্ঞ চলে কৃপাময়ী তুমি
মুহূর্তে বিচ্ছেদ কর ছোট ছোট ঘর
কেড়ে নাও দাঁত নখে
ঈর্ষান্মিত হা এর ভিতর , কি করে বুঝবে
যন্ত্রণার স্বর
পাশ কেটে চলে যাওয়া বলে যায়
তুমি প্রদক্ষিণা কন্যাসমা লাস্যময়ী তোমাতে
দুর্নিবার স্বার্থ প্রেতক্ষুধা অনর্গল
হা হা জ্বলে রোসানল, বিচ্ছেদে অনলে ভাঙণে -