কোন বাতি জ্বলবে না
শষ্যের পরব' আজ, দিকশূণ্যের নোটিশে
টিমটিমে শেজটাকে
দিয়েছে সরিয়ে
নিশুথ চূড়ায় সটান টাঙানো এজলাসে -
স্বয়ং জ্যোৎস্না বসবেন যুগলে
গোছানো চলেছে
এলোথেলো পথঘাট I


বরং পিদীম জ্বেলো,
উৎক্ষিপ্ত রক্তিম ঘরে তোমারও
বাসর হোক্,অবগাহন শেষে
যেন ভরে ওঠে
ফল ফুল গৃহ
আহ্লাদিত হব, পলেস্তারার এজলাসে
আমার নাহয় দুম করে নিভে যাক্
সস্তার ফ্লুরসেন্ট,
রাত্রি আমার কান্না ধোয়াও I