এ বুকের মাঝে সিন্ধু গঙ্গা
যমুনার কোলাহল
হৃদয়ে বহেছে অহরহ স্রোত
পাহাড় বিন্ধ্যাচল।


কৃষ্ণা কাবেরী দুধারে আমার
আমি তার খরস্রোতা
বহতা আমার স্বভাবসুলভ
খড় কুটো সভ্যতা।
বাহুতে জড়িত লতা বিভঙ্গ
মাধবীলতার ঘ্রাণ
নাভি আর পেটে বীর্য আধারে
পৌরুষ ম্রিয়ম্রান।
যোনী জঙ্ঘার নিষেক ভূমিতে
মঞ্জরি চরাচর
দু'পায়ে কামের দোসর জড়ানো
তার আমি সহচর।
চোখের ভ্রুর তপ্ত নাচনে
পৌরুষ ভাঙা গড়া
অধর প্লাবনে অথৈ কামনা
সহজাত বোঝাপড়া।
মাথায় বহেছে সপ্ত সাগর
পৃথিবীর পারাবার
দু' ঠোটের বাঁকে আগুন মিশেছে
নারীনাম সঁপিবার।