এক্ষণে স্বরবৃত্তে দুলিয়ে রেখেছি
কিঞ্চিৎ আমায়
ধূলাবালি তর্পণের দায়
অযাচিত কথাকলি
আমোদের যতিচিহ্ন গায়ে
আমিকে নিয়ে
পরবের খুন্নিবৃত্ত পথ
নিষ্কলুষ চোখ আর মাহের পরব
আমার আমির.......
সারে সারে গোধূল আলোয়
উল্কির মৃত চোখে
দেখে নে না
উঞ্ছের দু'মুঠো যাপন
কারে আর বলি
দ্যখ ওরে সংসার
আলগোছে হাড়ি,কুড়ি,হাতা,বেড়ি
বুঝে নে না সব,
সামনে অগাধ অথৈ
আগুনের প্রপঞ্চ আলোয়
ঘটা করে তোর উৎসব
চল ধরি হাত
রাজাদের বহ্নি ক্রিড়ায়
তোর আমার
জাগতিক আত্মাহুতি হবে
প্রপঞ্চ দোলায়
দোলাবেন তিনি, সেজে নে না
এইবেলা গন্ধা,চন্দনে।