দিন বদলের হল্লা হল শুরু
তেপান্তরে ঘনিয়ে এল বেলা
গানের কড়ি মুখিয়ে উৎসুক
হল্লা পাড়ায় দাপট সারাবেলা
হল্লা পাড়ায় হপ্তা দিনের খেলা


দিনের আলো ঘনায় ক্রমে রাত
ধূসর ঠোটে বৃন্দাবনী গজল
মাতন জোগায় হল্লা মেয়ের জাত
হল্লা পাড়ায় এক মাঘে নয় শীত
হল্লা পাড়ার অপর নাম পিড়িত


ছিটিয়ে আছে খেলনা পুতুল সাজে
হরেক সমাজ হরেক পসার মেলে
কানের কাছে মুখ পেতে গান শেখা
গানের নামে উল্টে জগৎ দেখা
হল্লা পাড়ায় গানের একাল সেকাল
হল্লা পাড়ায় গানের জবর দখল


প্রেম পিড়িতি ভীষণই মুখচোরা
এখান ওখান জবর দখল খুঁটে
তাল্ হয়ে যায় ঠেকনাটি নিদহরা
আলগোছে হায় পাথরবাটি লুটে
হল্লা পাড়ার নিয়ম এমন হায়
মন মিতেলি মাতাল হয়ে যায়


খুইয়ে হৃদয় গানের বাঁধনহরা
বরশি গাঁথে আলবোলে এক জনা
অন্য জনা হৃদয় গাঁথে ছিপে
ভাঙণ গাঁথে আলগোছে কয়জনা
এমন ধরণ হল্লাদের এজলাসে
হৃদয় বিঁধে বরণডালা সাজে


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,