আমার বসার ও পথে
অসন্ধির ঘেড়াটোপে মরালী নিক্কণ
তার তির্যক ওডিশী
ঠেসে ধরে পরমায়ু মোহ !
আয়ুদের ডিডাকশন্ দেহে  
জন্মাবধি আঁচড় ক্ষরণে
ক্ষোভ আর ক্ষয়ে
কানাঘুষো বৈঠকী মদত ;
বাড়ছেই ফুটো দৈনিক
মধ্য পন্থা জুড়ে !


ভিন্নতর তোমারও চোখ রাখা
ছেপে যায় ঋদ্ধ লোকালয়
আমি যার সান্নিধ্য খুঁজেছি
মেঘে তার প্রতিকৃতি আঁকা !


খাজুরাহ অমলিন দেহে
গৃহী হল আমার বাসস্থল
পথ বেঁকে শূণ্যস্থাণ ঘরে
কে জ্বালালো শ্মশাণ অনল ?


হাত ধরে সকাল বিকেল
হোঁচটেরা দ্বন্দের পাশে
আসলে তা' প্রথা হয়ে যায়
তুমি তার বিনীত সকাশে !