আমাদের ছাদ নেই নেতা নেই
মুখে শ্লোক, শ্লোগানে মিলেছি
ভাত নেই জাত নেই ধম্ম ভুলেছি।


দেশ নেই বেশ, নেই ভাষাভাষি
পোষাকীর ছল বল,পথ শুধু সম্বল
মাথা নেই,ছাতা নেই দলবল।


কথা নেই, ভাষা নেই প্রতিবাদ
শোক নেই, সুখ নেই অধিকার
মন নেই, মান নেই প্রতিকার।


গদি নেই, চেয়ারের মান যশ
গলা আছে,চলা আছে পথটায়
শুধু তার ধম্মের আখের টায়।


মান নেই হুশ নেই প্রজাতি
শিড়দারা সোজা নেই শোয়ানো
বুলি বলি যা বলাও শেখানো।


আশা নেই ভাষা নেই দোপেয়ে
পিঠে সেই চাবুকের বরদান
আজো আছে গোপনে অম্লান।


দেশ নেই দশ নেই গরমিল
মিছিলেরা মন্ত্রের কথা কয়
আমাদের ভাতে জলে সংশয়।


পড়ণের কাপড়ের কারফিউ
আমাদের দাবিদাওয়া খাবি খায়
গলা চেড়া রক্তের বেদী টায় ।


********* **********