করছিলি কি ? শব্দ আকড়ে পরেছিলি,
বুঝলি'না শ্বাপদের দুর্বিসহ ক্ষোভে
সমতল, জল,বায়ু কার্বণ হয়ে যায় ;
যারা ফুসছিল প্রথম হাজিরা থেকেই
মসনদ পেল চুক্তির , কার্তুজ রাখা যাবে......
অযুত সেনানী মিরজাফর ঘরে ,তাই-
সিংহাসনে হেসেছিল বৈমাত্রে'য় ভাই ;
সেই ফসফেট সিংহাসনে আজও আঁকা
মৃত উল্কি'র দীর্ঘ কৌতূহল ,
আজও শহর নগরে ছাত্রগুলি বেড়িয়ে পরে
মোড়া দেহে মাষ্টারের বেত্রাঘাত নিয়ে ।
মুখ বুঁজে পরেছিলি বুঝি ? শবগুলো
মরদেহ ছেড়ে দেহ চায় চুক্তির ;
লাশঘরে জেগে ওঠে ক্রমাগত শব্
নলি কাটা, বিস্মৃতির দায়ভার নিয়ে
ঠায় বসে গদির মোড়কে , নগর,শহর
ছেপে পা' মেলায় নারকোটি দল্ ।
ডায়েরীর পাতা থেকে উড়ে গিয়ে কথা
হেঁটে চলে অ-জানা অধ্যায়ে, আগের মতন-
বিশু ড্রাইভার আজ পরিপূর্ণ গৃহী
মাঝে মধ্যে হাঁজার প্রকোপে,
দবা চলে ছুুড়ি,কাঁচি , হোলি ;
প্রমাণপত্রগুলি মূল্য প্রচুর, নির্বাক হৃদয়ের মতো
ঘিলুর ছোঁয়াচ ছেয়ে গেছে মারণপ্রদাহে ;
বুঝিস নি বুঝি ? দলে দলে ভারী হবে তোর্সা দু'পার ;
এখনও বোঝাবো ??


................................................................................