কাঁকন বাজছে
নিকটেই সোনার দ্বিরথ
ছুটতে ছুটতে
বেলা হয়ে যায়
তুমি কার কাছে যাবে ||


জলের অতলে নেতিয়ে রয়েছে
অন্তিম প্রলয়
মুক্তো ভেবে আঁচল জড়াই
ছেলেটার দৌড় দেখে
ভয় হয় ||


কে যেন জানতে চায়
জীবনের সবটুক
ওর আমার ফুটন্ত ঘরে
কালও তো নকশা ছিল
রংয়ে রং
মরশুমী ফুল ||


নাকাড়ায় তাল দিল
মোহের শৈশব
মা মাসির ঘোমটানো মুখ
বেষ্টনী ছিল না বলে
মুখময় দুরুহ অসুখ ||