প্রেম বলেছে দু'দন্ড ৺বাচ্
মানুষ বলে কোথায় ?
ভালোবাসা পথ ভুলেছে
উন্নয়নের প্রভায়।
ঝাড়বাতিতে ঝলক বাড়ে
মানুষ ওমের সুখে
দাড়ির আমেজ তরতরিয়ে
আমোদ বেচে চুপে।
লাইন বাড়ে বেড়েই চলে
ভুক্তভোগীর দাবায়
ধাবার ঘুটির কারসাজি চাল্
সান্ত্রী নিখুঁত সাজায়।
হৃদয় বলে রাখবো কোথায়
সযত্নের এই মালা
সময় বলে ভীড় দেখোনি
অগাধ সলিল ঢালা।
বাজছে বেহাল বেজেই চলে
ঘুমপাড়ানি সুরে
জাপটে ধরে কালের নিষাদ
প্রেমের কবর মুড়ে।