শুধু তুমি থেকো
আর তোমার অলিন্দে
ছড়িয়ে থাকতে দিও
আমার কাঁটা ছেড়া কিছু
শুকনো পাপড়ি,
কেশরের ঔদ্ধত্ব্য।
ঐতিহ্য বলিনি
অহং বাড়ে,কূপের এক কোনে,
ভাঙা বাড়ির কোঠায়,
টিনের আলসেতে, কিন্তু না
অযথা বাগান বাটিতে কেন?
এ রহস্য অজানাই থাক।
বরং গেঁড়ি,গুগলির আড়ালে
নিশুতির বুকে
জমা থাক পরষ্পর পৃষ্ঠাগুলি
আলোকের মঞ্জিষ্ঠায় থাক
কামিনীচরণ
আমি উদ্বেলিত হব
তুমি নীরবে বলে যেও  
শুনতে শুনতে অলকানন্দার
গাল ফুটে উঠবে
বিন্যস্ত
প্রভায়।
আমি নিশুতির বুকে একাকার
সাজাবো জোনাকি আলো।
একসময়
দৃষ্টি স্থগিত রেখে
সবকিছু ছেপে যাবে তুমি
আমি দেখব গূঢ় রহস্যে ছেয়ে যাচ্ছে
স্থান,কাল,পাত্র,দেশ
ক্রমে.......


অবশিষ্ট তুমি ই।