গভীর নিশুতি
এই
প্রমত্ত আবাহন
তাপ উত্তাপ
প্রণয়ের একফালি ওম
মৃদঙ্গ বুকে
জ্যোৎস্না প্লাবন
কি গভীর সাহচর্য
নিশুতির প্রাণে
পৃথিবীর শোক তাপ
লীন হয়ে আছে
ওষ্ঠে আর অধর মঞ্জরে।
নীলাকাশ
বক্ষ তোমার
পেতে নিই ক্ষনেক আসন
এস চুপি চুপি
কানে কান
দৃষ্টি থমকে যাও
চেতনার মোহ
কি প্রখর নিশুতি প্রহর
জন্মে বারংবার তোমার তাগিদে
ফুলেল প্রভাতে
দেখি পুরুষ্ট পাপড়ি রেণুর ক্রম বিন্যাস।