একেবারে মাঝখানে এসে ৺দাড়ালাম
লকলকে আগুন, পুড়ে যাচ্ছে
শহর,নগর লোকালয়
উর্দ্ধের নীল শিখায় ধংসের ব্যপ্তি
ছাড়িয়ে যাচ্ছে দ্রাঘিমা


হে বীর
অক্ষরেখার সমুখে ৺দাড়িয়ে আপনি
প্রত্যক্ষ করছিলেন
অযোধ্যাবাসী শিষ্যেরা কেমন
আপনার মাহাত্ম্যে উদবুদ্ধ
দু'বাহু উর্ধে তুলে
আপনারই স্তূতিমগ্ন ক্লীব
মাতা কৈকেয়ীর অধিকৃত চালে দাসী মন্থরার
নির্ভুল ছকে আপনি রাজ্যচ্যুত
মেনে নিলেন হবিষ্যি জীবন
অথচ দিব্যস্মাণ আমি
সমাজ ৺বাচাতে,রাজ্য ৺বাচাতে,
ধীরে মিলিয়ে চলেছি
বসুমাতার কোলে !


আমার তন্ডুলাহারে রাজদন্ডের যোগ
ক্ষুন্নিবৃত্তির আড়ালে
আপনারই অপারগ দৈন্য
এ সবই আপনার অজানা নয়
আপনি এও জানেন পিতার অন্তরালে
কেমন খন্ডিত হয়ে চলেছে
আপনার রাজযোগ।


আগুনের গনগনে ৺আচে আপনি
আহুতি দিচ্ছেন আমার
যশ,কূল,মান্,নারীত্ব
যে মুহূর্তে আমার রাজোত্তরীয়
খুলে পরানো হল
দৈন্যবেশ মানতে পারিনি আমি
শত সহস্র সৈন্য যার
ইশারায় প্রস্তুত, যার অঙ্গুলিহেলনে
দিগ দিগন্তের পরাক্রান্ত শৌর্য্য
নিমেষে ধূলিস্মাৎ
সে গরিমা কি আমাকে প্রাণিত করেনি
অথচ আপনি কি নিখুঁত
ঔদাসিন্যে ছড়িয়ে দিলেন
আগুনের বীজ !


ওহ্ কি নির্লজ্জ অস্বাভাবিকতায়
ভুগেছি আমি,কি চরম
আত্মগ্লানির দাবানলে
প্রতিক্ষণ জপেছি
ঐ নাম ।


রাক্ষসকূলের নপুংস দানব যখন
আপনার রাজযোগে অস্ত্র উচিয়ে
উদ্যত, আমি অযোধ্যার
রাজসিংহাসনে আপনারই উপস্থিতি
প্রত্যক্ষ করছিলাম পাশে
রাজমহিষী আমি
প্রজা আনুগত্যে ব্যস্ত।


হে রাজন,
তন্ডুল আহারে নয় আমার দুঃখ ছিল
সময়োত্তীর্ণ কালে আমরা
আবার বিজয়োল্লাসে লিপ্ত হব
ত্রিশ হাজার হাতি,ষাট হাজার ঘোড়ার
ক্ষিপ্র ক্ষুরে বিদীর্ণ হবে
অযোধ্যার এ বৈমাত্রেয় মাটি
এর কোনকিছুই আপনার অজানা নয়
আপনি প্রত্যক্ষ করলেন
বৈমাত্র গুপ্তঘাতকের চরবৃত্তি
পুরোটাই যখন ওদের দখলে
আপনি দীর্ঘশ্বাস ফেলে এসে বসলেন
মূক রাজর্ষির পাশে


সে সময় শুধুমাত্র পায়ের তলায় পিষে
গুপ্তহত্যা করা হয়েছিল
আপনার সহযোগী যোদ্ধাদের
বুকে লাথি মেরে খুন করা হয়েছিল
আপনারই মাতৃসম দাসদাসী
লুটপাট,ষড়যন্ত্রের কোনটাই আপনার
অজানা নয়।


আপনার স্থাপত্য ও তাতে
কালিমা লেপন প্রায় প্রস্তুত
ছেয়ে ফেলা হল কৌশলী প্রজায়
মুখে,বুকে আগুন জ্বেলে
ওরা প্রস্তুত


খুলে ফেলা হল আমার আব্রু
রাজবধূ থেকে
শ্মশান দ্বারে !
এই আমি বিসর্জন দিলাম নারীত্ব,সতীত্ব
কাম,ক্রোধ,লোভ
ছিটিয়ে দিলাম আমার যাবতীয় অশ্রু
দরবারের একেবারে বাইরে
এসে ৺দাড়ালাম আজ
দগদগে আগুনের ঠিক মাঝখানে


আপনার দৃষ্টি কোনো কিছুই
আচ্ছন্ন করছে না
ভেসে চলেছেন আনুগত্যের ফোয়ারায়
মাথা হেলে যাচ্ছে,৺কাধ নুইয়ে পড়ছে
৺একে দেওয়া চলছে
অবস্থান, খুলে গেছে হরধনু
আপনি কিছুই শুনছেন না,দেখছেন না
বুঝছেন না,বলছেন না


কি সুন্দর নির্নিমেখ শান্ত চোখ আপনার
কি উদার প্রজামাহাত্ম্য
কি মহৎ প্রজাহিতৈষী,


অথচ হাতিশালে ছটফট করছে উত্তাপ
ঘোরা ক্ষুরে অস্বস্তির আওয়াজ
অবস্থান ভেঙে চৌচির
কোথায় রাজত্ব, কোথায় রাজদরবার
আমার আপনার মাঝে
শতসহস্র দূরত্বে আজ শুধু লেলিহান
যার উত্তাপ আপনাকে
আর উদ্বিগ্ন করেনা একটুও
আজ আবার প্রত্যক্ষ করলাম
আপনার মেরুদন্ড ও
ওদের মত তীক্ষ্ণ নয়
বাহ্ রাজন বাহ্ ।