এখন ঘুমোয় না ওরা
শুয়ে থাকে পাশাপাশি
ততটা প্রণয় নেই আর
নেই ভালবাসা বাসি।


একটি গোলাপ ছিল যত্নের
প্রিয় ছিল পাঁপড়ি সুবাস
চুপচাপ পৃষ্ঠার ভাঁজে
ঘুমে আছে , ততটা সোহাগ নেই আজ


কথা নেই ভাষা নেই তত
যেমনটা ছিল অফুরান
দূরত্ব গেছে বেড়ে খাটো তত
সব আয়োজন


দানিটার জেল্লা , জৌলুস
চিরে দিল ঘাতকে
হাসিখুশি তছরুপ
শুকালো সে নিদাঘ আতপে