বিপর্যয়ের ঢাক ঢোল শুরু হল
মধ্যে রেখেছে লালসার সম্বল
দু'পাশ ঘিরেছে নোনাধরা কৌতুক
শহর এবার হরিদ্ধনী বল।l


যা ছিল ফুরোল ধ্বংস হয়েছে সব
মিথ্যের ঘরে চোদ্দ কোটির স্তব
চামড়ায় দাগ অতীত স্বস্ত্যয়নের
মুখ মানে কথা ভুঁয়ো সম্ভাষণের l


স্বাধীনতাদের কতকথা প্রীতিভোজ
উড়ছে হাওয়ায় একাত্তরের মারণ
ফুঁসলে উঠেছে ব্যসের আবর্তনে
পদলেহীদের এলিট জীবনযাপন l


"কাপড় কোথায়"সত্য বলেছে শিশু
বোঝেনি অধীন কে কোন ভূমিকায়
যন্ত্র বুঝেছে কে উঠার কে নামার
দন্ডীতে বেঁধা গণ তন্ত্রের  যীশু l


ঠিক বলেছিল পৃথিবী আবর্তন
বিষ ঠেকেছিল ওষ্ঠ নিরঞ্জনে
সময় লাগেনি দন্ডীর প্রহসনে
বিষের আগারে কিম্ভূত বিজ্ঞান l