কথারা বিদায় নিলে
নিভে যাবে আলো,থেমে যাবে মুখ
ছায়াগুলো হেঁটে যাবে শুধু |
থেমে গেলে পরিচয়,কোলাহল ভুলে যাবে
বাতায়ন উঠে যাবে
বুকের ভেতর ফাঁকা ঘ‍র |
মরে গেলে প্রেম,গল্পেরা ঝড় হবে
আগোছালো মন হবে
প্রবীণ কালের প্রস্তর |
প্রতিদিন সাথে কত সুখ,শোক, তাপ
চলেছে পশ্চাতে
মেলাতে,মিলিতে |
কতকিছু থেকে যায় নিঃশেষে বা মেলায়
কিছুবা থেমেই যায়
চির নির্বাপিত |
কত প্রাণ কত আশা,মূর্ততার কাঁদা হাসা
ঘুরে ফিরে কত বাহানায়
নিত্য সাথীর ভূমিকায় |
অস্তিত্বের মাঝে দিনরাত ঠেলাঠেলি
নিজেকে জাগাতে ,
অস্তিত্ব ঘুমিয়ে থাকে
ছায়া বলে জেগেছি ঝলকে |