আমি ও তো গত হয়ে আছি
হৃদ ছুঁয়ে দেখ
বসন্ত ছেড়েছে দখিনা আশ্বাস
শ্বাস শুখে বলে গেছে
স্মৃতিটুক থাক্।
আশপাশ নড়ে ওঠা জটা বল্কল
দেহময় উল্কির বলি
মাটির প্রলেপে শুধু কৌম আয়োজন
হা অন্ন পাশে অন্তর্জলী।
কাপড় জড়ানো তাতে জলজ প্রতাপ
গাছে গাছে পৌরুষ
আয় খোকা সুপ্রভাত বলি।


কেন আর কিসের  আচারে
চোখ নামে মৃদঙ্গ বুকে
ঠোটে গড়ে প্রবণতা কার
বিপত্তি ত্রাসে
দেহ বলে কোন্ অধিকার ।