আসবেই যদি পেছন ফিরলে কেন
চোখে মুখে কেন সংশয় নিরবধি
মালাটি এনেছো যতনের মধুরেণ
অস্ত্র সোপানে রক্ত গঙ্গা দেখি  |


বাসবেই যদি প্রাণে রেখে সংশয়
মুখে চোখে কেন তির্যক কথাকলি
অধরে সাজোয়া অহেতুক শস্ত্রের
সাজালে হৃদয় মিথ্যের অঞ্জলি |


থমকে গিয়েছে পাথরের ঘর্ষণ
মানুষ হয়েছে সভ্যের বরদান
বাসা এল আশা বক্ষের উপহার
মানুষ রুপে প্রেম এল অতঃপর |


অহেতু আজও সেই অপঘাত শুনি
মুখ জিভ মনে শাণানো অস্ত্র ফলা
সমুখে এনেছো মালাটির সৌরভ
ফুলের রক্তে মাটির রজঃশলা |


ফাঁকা পড়ে আছে যুদ্ধের হতাহত্
প্রেমিক নামের উত্তরণের বেলা
ইতিহাস হয়ে ছেয়েছে অধ্যয়নে
সাদা কালো মুখে রংবেরঙের খেলা |


""""""""""""""""""""""""""""""""""""'"""""""