কবি***


কবে এক নিভৃত ক্ষণে
নিয়ে গেছে এই মন
অভ্যাগত পৃথিবীর ঋণে
ছড়িয়ে পরেছে ওরা
পথ,ঘাটে নির্লিপ্ত আসনে
হেঁটে গেছে ক্রমে
এই পথ বেয়ে ওই মেয়ে
ওই সেই তুরক্স ছেলে
ভোপাল ক্রন্দন,বিপন্ন সন্ততি
চুপে বলেছে কি -
আয়লান এসে বসে পাশে
ঐ বৃদ্ধ জন্মান্তর
ঐ সেই রূপসী কনক
দামিনীর অভিমান মুখ
সারে সারে কবিদের পাশে আজ
ঝুঁঁকে বসে আছে।