তুমি যার নয়ন মেলেছ
সে তোমার বিম্ববতী আলো
রুপ কি তোমার
সেই বোঝে শুধু
যে তোমায় সন্মার্গ শেখালো


কে তোমায় বলেছে সুন্দর
যার ছোঁওয়া নিয়ে
রাঙিয়েছ হৃদয় পঞ্জর........


পাখনা মেলেছ,বুঝি ঐ সাতরং
তোমায় রাঙালো
ঢেউ বুঝি দোলা দিল
কামরঙা দুলিয়ে আঁচল
কে তোমার হৃদয় জাগালো
যে তোমায় প্রেম দেয়
সেই বুঝি তোমার দোসর..........


কে জেনেছে তুমি কার
স্রোতস্বিনী হয়ে মেলেছ জীবন
ঝিনুকে বেঁধেছে যারে
স্বর্ণ কেয়ুরে গড়া তার সে আসন..........


তুমি যার হৃদয় ছুঁয়েছ
যার আলো আঁধার ঘোচালো
যে শুধুই তোমায় বুঝেছে
সেই শুধু জেনেছে তোমায়........


              2
        বিবাহ বাসর


নরক বাসরে, উষ্ণ আলিঙ্গন
তুমি ছাড়া কেই বা বলো
সমাধি গড়েছে, গর্ভকোষে মৃতের সন্তান।
..................................................


বিবাহ বার্ষিকী, শয্যায় ফুলে
বরের আলোকে
ময়ূখী পরেছে ঢাকা, বৌয়ের আদলে।
.................................................


পাট ভাঙা সাবেক দেরাজ
নৃত্যরতা ঢেউ
দেহ বেয়ে উঠেছে উল্লাস
চাকভাঙা সতীত্বের কেউ।
................................................


মৃদুমন্দ আবছায়া গুলি
জন্ম চেনায়, মৃত্যু চেনায়
রমণের পরে সে ও
ফলবতী হয় l
...............................................


ভেসে আসে ভেলা
লখীন্দর বুঝি
বিষের ছোবল পিছু হরেক মেজাজ।


.................................................


কষাইখানার মা '
আগলে ঘরের মোহ
বিষপর্ব চলে
পঞ্চবতীর থালে,থু থু দেয়
বিপন্ন উৎসব।
...............................................