আর কত, প্রবাহী বৈঠার মত
জল ঠেলে ঠুলে - নভ:জ্যোতি লয়ে
মিলে মিশে গেল
ষষ্ঠ সরগ্রাম, সপ্তক শেষে টেনে নিল
অবশিষ্ট মেঘ
চকচক্ দ্যুতি ঘিরে কত আনাগোনা
কত শত রব মিশে গেল
আনাচ কানাচ -
তবু পরাভব, কেন আর
কবোষ্ণ প্রত্যাশায় মাথা খুড়ে খুড়ে
নি:সার সমাধি রচনা
কে আছো আবছায়ে
নেই কোন সরগ্রাম বিছানো সপ্তকে
ছড়িয়ে ছিটিয়ে
শুধু তার কানামাছি খেলা।