এ শুধু তোমায় শোনাবো বলে
বিশ্ব আয়োজন, স্মিত লক্ষ্যে
অবগুণ্ঠন জাল বোনা -
পিয়ালের শাখে অকারণ
গেয়ে ওঠা অকিঞ্চণ প্রহরের কানে ।
প্রত্যয় ভুলে,দিয়েছ যে প্রসাধন
কম কি বলো, মাত্র উপহার
তুচ্ছ সব প্রকৃতির কাছে, অখন্ড প্রত্যাশায়
মাত্র চেয়ে থাকা ।
না হয় নিলাম মেনে - কোন্ মোক্ষে সঙ্গী
হবে বলো এ তুচ্ছ সম্পাদন -


জানাবো বলে অযুত নিযুত
আরো যেতে পারি আশ্লেষে , নীল দর্পে মুখ ঢেকে
চুঁয়ে পড়া স্বেদ বিন্দু মুছে
নোনা পাথরের চাপা আর্তস্বর ঢেকে
সয়ে যেতে পারি সব -


তোমায় বলব বলে তুচ্ছ শত
কথাদের সারি , বর্ণময় সমষ্টির এত সংহারণ
কথিত হবার মত সেই সজ্জা
শাখে মেখে মেখে শিশিরের মোক্ষ উৎপাদন
চাকচিক্য ফলে জন্ম নেবে দেখো
প্রমিথিউস মানুষের সারি !