কি ভাবছেন ! পান্ডিত্য ফলাচ্ছি
উহ্হু ! লাতিন থেকে গ্রীস পর্তুগীজ হয়ে
আমি বসে পরেছি তাইগ্রীস ল্যব খুলে


তিনশো চুরাশি বছর আগে
যে সময়টা আয়ত্ব করত আমার তিন পূর্বজের মা
আমিও ঘষতুম জানেন
সেসব তুঙ্গের পাথর ভাগ্যের ঠ্যাংটা ঝলসাতে!


ব্যটা হিম হয়ে বসে আছে দৈবজ্ঞের
ভক্ত উপাচারে _
অথচ জিভ্ চুইয়ে আমার তোমার প্রাণবায়ু
জানিতো, তুমি অতি ভীরু পঁচিশবার গঙ্গাজলে
টিঁকি ধুয়ে প্রমাণ করিয়েই ছাড়বে I


তখন আমরা বসতাম গোল হয়ে
শিকারটাকে ঘিরে রক্তবর্ণ টকটকে আগুণে
ঠিকরে বেড়োত পাথুরে দাঁতগুলি
রক্তের উন্মাদনায় পিশাচমূর্তি আমরা
লকলকে জিভে চেটে নিতাম আঠালো রজ:রস


ওদেরই একজন টেনে হিচড়ে ছিড়েছিল
আমার মাথা ' হাত ' পা ' তারপর _
হঠাৎ ঝলসে উঠে দেখলাম তুমিও খুবলে খাচ্ছ
আমার হাড় পাঁজর _
হৃদপিন্ডটা নিয়ে কাড়াকাড়ি মারামারি কামড়ে
আহত আরও ছানাপোনা তোলা হল '
আদিম ফার্নেসে " বললে লেবু লঙ্কা হলে আহ্ _


কি ভরকে গেলেন তো _
এখন কিন্তু আমি ট্যোটালি মেডইন ইঙ্গ
কোন পান্ডিত্য নেই আসলে
তিনশো চুরাশির অভিমান নিয়ে সোজা
ঢুকে পরেছি লালচুলওলা মহিলার গর্ভে '


এই ল্যাব ! অস্থিসন্ধি পূর্বজের রাশিছক্ নিয়ে বসে পরেছি সেই আদিমতম পাথরখানার মুখোমুখি '
                       ___