প্রতিবন্ধী
""""""""""""""


সে এক দু:সহ কালবেলা
বেঁধে ধরে ছাদনাতলায়, এত্তোটুকুন বয়স !


এসেছিল বটে শেষ দেখা দিতে
দেখলুম অবিকল
সেই ছোট্ট বেলায়
প্রত্যাশিত
তৃতীয় আগমনী-


তুরস্ক,মিশর দেখার সাধটা জাগে বলেই
ভর করে তৃতীয় সিগন্যাল
টের পাচ্ছি ওলোট পালোট ঝড়
চৌচির হয়ে যাচ্ছে পাটাতন
খন্ডিত পৃথিবীর কোনে আমার
কি দারুণ তলিয়ে চলার প্রবণতা !


দৃষ্টিমেলার সময়টা ছিল ঘূর্ণি
ছাতনা তলে অযাচিত , কেউ নেই
কিছু নেই,বিদেহী পুরুষ
ভরন্ত নদী আর -
অন্তর্ভেদী ঢেউ, শারীরি তান্ডব
দুমড়ে মুচড়ে চলি
অযাচিত শাঁখে - পিপাসার্ত কাতর হৃদয়
ফাঁকা তার স্তিমিত মরুদ্যান
বুক জুরে হাহাকার টের পাই আজও,
অস্তমিত গ্রহে
একা এক আমি !


কেউ নাই কিছু নাই তবু
পিপাসার্ত বুক, চোখ বুঁজে ওর


তমসায় প্রতিবন্ধ আগুণ হাতরাই


*  সহমর্মিতার সংবেদন  *