অতএব রাত্রি নামবে
এই দশকের পায়ে : কাপালিক ঝোলাবে-
প্রত্যয় উষ্ণ রুধির প্রত্যাশায়........


মধ্যবর্তী পথে ক্রমশঃ দ্বন্দায়ন
এক,দুই,তিনের ভেতর...মিত্র ছিল,শত্রু হল
অবশিষ্ট পথ বয়ে : জরুরী বিভাজন........


দুঃখ বলে কিছু নেই, ছিল না কখনো
মাঝখানে খাঁড়া ছিল অবিশ্বস্ত হাত্
ঢেকে আছে : ক্ষুধার্ত প্রহর.........


অবিন্যস্ত মাঠে একাকি চৌকাঠ
একাত্তরের খোলা ঘর : উদ্যত গোলাগুলি
পথভ্রষ্ট সেনার মিলিত ভ্রষ্টাচার........


মৃত্যুকে স্বজন বলেছি তাই
আগাছায় পরিত্রাণ দিলে: সুখেরা পরিযায়ী হলে
কোন্ মর্মে মুকুট রাঙাবে...........


হৃদয় শোয়ানো হল,মন্ত্র বল
ধ্বনিত শবের পাশে আমরা কজন
ছুঁয়ে থাকি ধূপ,ধূণা,গঙ্গার জল...........