কিছুটা পরেছে এসে শাখে
বৃন্তডগায় ' কক্ষচ্যুত হয়ে
আলগোছে '
পান্থশালায় !
কুমারী লতাতে
ডাগর ভাষায়
আকশির হাতগুলি
কি ভাষা বোঝায় _
পরাগের রেণু ভারে
মোতাত বেদনা
যেন কারে চায় _ !


মিঠেল হাওয়ায়
আহা দোলে যুবতী মায়ায়
শিহরণ জাগে সেই মোহ্
ওহ্ সেই শৌখিন
আলাপ ' দোলে চুল একরাশ ঢেউ
কে বলে অসুখ
কোথায় ছোঁয়াচ _ পার্থিব জগৎ আর
অনাবিল সুখে
ছুঁয়ে থাকি আল্ !