দু'ফোটা অশ্রু ভ্যলেন্টাইন ফোটে
জীবন বৃন্তে নবপ্রভাতের গান
ধূ ধূ বালুচর রক্তের বেলাতটে
ভেসে গেল কার আগামীর বরদান।


সমুখ উৎসে প্রাণ বিনিময় কার
বলিদান হল রক্ত কুড়ির ঘায়
ভ্যলেন্টাইন সংগ্রামে দোলা দিয়ে
কার সাড়া হয়ে চিহ্নটি রেখে যায়।


শত ক্ষোভ কার বয়েছে রক্ত নদী
কত শত শোক অশ্রুর হাহাকার
বুক চিরে দেখে ভ্যলেন্টাইন যদি
অশ্রু প্লাবনে রক্তের জয়কার ।


বাতির শিখায় অশ্রু প্লাবন জ্বেলে
মন পুড়ে গেছে অনাদায়ী শৃঙ্খল
ক'ফোটা রয়েছে গন্ধ আকূল ছলে
ক'ফোটা পাষাণ হৃদয়ের সম্বল ।


রজনীগন্ধা ভ্যলেন্টাইন আনো
দিকে দিকে তার বর্ণ,গন্ধ, ধারা
বিভেদ,বিবাদ,দ্বন্দে আঘাত হানো
প্রেম,প্রীতি আলো শৌর্য্যে বসুন্ধরা।



..ভ্যালেন্টাই রজনীগন্ধা " আগেও লিখেছি তবে এটা নতুনভাবে লেখা।