1
দু'আঙুলে কার্তুজ মেঘ
জল হয়ে আছে
ওর কাছে বৃষ্টি চেয়েছি, পরিত্রাণ
সে আমার কাব্যভুবনে
অমায়িক দৃশ্য সাজিয়ে
আঁধার দিয়েছে গূঢ় ঐহিক জীবন!
            2
জলছাপে কার দীর্ঘশ্বাস
টেনে তোলা নশ্বর জীবন
পেয়ালায় উঠেছে ছাপিয়ে
কার জ্যোতি গূঢ় নাভিশ্বাস!
            3
মোহ চেয়ে আঁধারের গায়ে
পুসে রাখে সামুদ্রিক ঋণ
জলস্রোত মোক্ষ লোভে খর্জুর ফলায়
চোঁওয়া ঢেউয়ে মোক্ষের দিন !