নদীজলে ছোপ ছোপ দাগ
অদ্ভুত চাদর, কর্তণীর সুর বেঁধা জল
চার,পাঁচ মুখে তার তির্যক ফসল
পৃথিবীর ওমের প্রসাদ ।


রতিগৃহে উন্মার্গ সময়
দৃষ্টিরা আপাত নশ্বর
ঢেউয়ের বাকলে মুখ
দেহে তার তীর্থ সমন্বয়।


সম্পর্ক পরে আছে মুখ মুখ
মানুষের কাছে
আঁধারের কথা হয় খুব নিরিবিলি
ফাঁদ পাতা আছে।


জলের অতলে বাড়ে যোগাযোগ
অথৈ বন্যার দলে
বাষ্প হয়ে উবে যায় পিছটান
কাঁনা ঢেউ যেন ছলেবলে।


অদ্ভুত শিকল পায়ে,
গাঙে ,মুখে ফুটন্ত মৈথুন
হাতে তার তীব্র দুরাশা, স্থলাকার
ভূমির জঠরে শূলাকার তূণ।


সংকেত