কি অত লিখেছ
ধূলো,বালি,শাপ !
এরা ছিল পুঞ্জীভূত বিগত প্রলাপ।
,.......................


হেমাঙ্কে রয়েছি
তুমিওতো ছিলে
সীমানায় অস্তিত্ব ঠেকেছে
তুমি
তার বিপরীত হলে।
...........................


গাছেরা সবুজ হলে
বৃত্তের অন্তর
ওরাও দিয়েছে সাড়া
মড়কে পরস্পর।


আলো নেবে বলে পুঞ্জীভূত ক্ষোভ
শেকড় উপরে দেখি
ধংসস্তূপ রাখা,ভ্রষ্ট আলোক।
...........................


আজও স্বপ্ন, আবছা আহ্বান
ইশারায় ঘেরা
মৃত্যু হবে জন্ম হবে জানি
তাই আজ গর্ভগৃহে ফেরা।
.............................


পৃষ্টা জুড়ে ক্ষতের আঁচড়
ষষ্টেন্দ্রিয়ে কামরাঙা কার
কাঁচাপাকা মৃণাল বোটায়
থোকা থোকা আঙুর ফলার।
...............................


হাসির কোটরে বিম্ববতী নাচ
নগরের বিউগল তালে
সম্প্রদায় গলে, কিঞ্চিৎ সমাজ।
................................


জড়ো করা শাপ,তাপ
অযথা প্রলাপ
ভারী হতে হতে........
ছেয়ে যায় মুখের তলায়,মনের তলায়
কার্পেট গুঁজি
চোখ মুখ ঘরের দাওয়ায়
প্রবল অসুখ,উতাপ বাড়ে পরস্পর.....
...............................