তোমার জন্যই
এক শীতলক্ষ্যা ছেঁচে
যোজনার খাতে অবশিষ্ট
শববাহী যান্


তুমি মুখ ফেরালেই
পঞ্চামৃতের
ষোড়শ উপাচারে
সাম্রাজ্য নিষিক্ত মহল


তোমার মৃদু হাসি অধরা ভেবে
যখন গড়িয়ে চলেছি
এক অনন্তকাল
বিদ্যুৎস্পৃহ কবাটে উদোম সভ্যতার
খতিয়ান


বিচ্ছিন্ন পাপড়ির নাড়ি,মোহ,ঘিলুর
তামাম ক্ষেত্র জুড়ে
দুধ রক্তের প্রসূতিসদন
তা থেকে খন্ডিত তুমি
জন্ম নিচ্ছ, আর জন্ম নিচ্ছ......................