খোলা কবিতায়
একরাশ রোদ্দুর
এলোমেলো বৃষ্টির দমকা হাওয়ায়
যেন কার আবছায়া
স্থাণু বেয়ে নেমে এসে কাছে
এই তুমি অতীত কি ? কিংবা পারের ?
চেতনার তট বেয়ে এসেছিলে
বসেছিলে উপশিরা ঘেষে
ছুঁয়ে দিয়ে বিবর্তন রাত বলেছিলে
কেউ নই " কাব্য মানসী "
সৃষ্টির মাদকতা ঢেলে
রং , তুলি এসেছিলে স্কেচে
পাঁজরের দুর্যোগে সেই তুমি
মিশে গিয়ে শিরাতটে
রোদ্দুর নিতে খাতাময় হেঁটে চলে উড়ে
বলে দিলে " এসেছি তো "
রোদ্দুর বলে যাকে চিনি, সত্যি চিনি কি
পরীক্ষা হলে নত উত্তাপগুলো
তাপের আদলে আগুন জ্বালালে
বুক সেঁচে দেখে নিও
রোদ্দুর ছুঁয়েছে যারা
তারা কি ওখানে
সাজাতে পেরেছে পরিপাটী গৃহ
একরাশ কাব্যের ছলে l