থাবা বসে আছে
প্রেক্ষাপটের ঘাড়ে,
প্রেম আছে ডুবে বিকীর্ণ ভাবাবেগে
আমি আর তুমি রসালো সংস্কৃতির
উদযাপন আর
প্রতিবেদনের সারে।


কখন রেখেছো বাৎসায়নের মালায়
মঙ্গল ঝাঁপি পূর্ণিমা পাশাপাশি
খুব করে আজ
উৎসে ডোবার পালায়
মুখ দেখাদেখি পূণ্যের বারাণসী।


হৃদয়ে বিঁধেছে
নব জীবনের গান
নিরেট ফোকাস প্রেক্ষাপটের স্ক্রীনে
সমাজ জীবনে মানুষের বরদান।


আলো জ্বেলে যায়
হৃদয়ের কাঁনা গলি
মানুষের পিছে মনুষ্যত্ব হায় খুঁজি
স্বর্গ নরক মিছের,
প্রবচন হয়ে যায়।


সুন্দর এসে বসে,মানুষের ভূমিকায়
দ্বন্দ্বের ছলছুতো
ভাবাবেগ কষে হায়!
আমরা বসেছি জুড়ে,সেই ভগ্ন সোপানটায়।