থরে থরে শ্লোক
কেন্দ্রবাহী বিন্দুর মতো
চেলী মেলে ধরেছে
উৎসব।
কোথাও গনেছে দিনক্ষণ
আঁচলের ভাঁজে,
কারু গেছে নিভে
ক্ষুণ্ণ হয়েছে কিছু কিছু
চর্চিত মূলে
চুপে রাখা কিছু বাস্তব।


একখন্ড জ্যোৎস্না নিয়ে
কবিতার ঘাঁড়ে গোঁজাগুঁজি
রুজ রংয়ে মেহফিল্
মোচ্ছবের কাব্য সেজেছি।


সারে সারে
ভীড়,
রসনার ধর্ম মোক্ষ কাম
বর্ণে বর্ণে রুপ রস মোহে
আজ
সাজঘরে বাতি
সাজিলাম।