লাশ হয়ে আছে সবাক রুটির শ্রমের বিনিয়োগ
খাদ্যে আবারও জিএসটি এল,জটিল মর্মবোধ


ভেতর বাহির লেলিহান জ্বলে আর্তের দরবারি
পোড়াবে কে আজ ত্রিশূলবিদ্ধ জনহীন নরনারী


বিনিময় ওরা বেঁচেছে জীবিকা ক্ষুৎপিপাসার দরে
মেরেছে পাথর সমূহ গৃহীর দাবীহারা পরপারে


গাড়ীও মেলেনি পরম্পরায় ঐশি সুখের দায়
বুঝেছে সে আজ জীবন মরণ স্বার্থের মহলায়


সুখীর আড়তে স্বার্থ আবাদী শিল্পের দরাদরি
শ্রেণীস্বার্থের হারেম সেজেছে ক্ষুধিতের নরনারী


ঝিমিয়েছে যারা অবৈধ এক বরাত হয়েছে জারি
মৃত ভেবে বাকি রক্তটুকেও হাতসাফায়ের সারি


ধনিক পাঁজরে কষে দাগ দিল করোটি ও মজ্জায়
ফসফেট জুড়ে বণিক বসেছে পরিপাটি সজ্জায়


ইতিহাস খোঁজে বিস্মৃত দিন কোন্ সে জাতিস্মর
নিঃশব্দ সেই ক্ষত পঞ্জরে সাবেকীয়ানার ঝড়


জবাব চাইলে প্রশ্নেরা কে"বা উত্তর জড়ো করে
মানুষ স্বার্থে একদল ওরা পৃথিবীকে ভাঙে গড়ে