সাংকেতিক
*****************


আমার সাংকেতিক জীবন থেকে তোলা
ভোরের প্রথম আলোক থেকে
রাত গভীর পর্যন্ত জানাশুনা
আমি বর্ণপরিচয় থেকে আরেক'টা ডিরোজিও পর্যন্ত
তাকে ভ্রমণ করাই,হাসাই,কাঁদাই আবার -
পরিপূর্ণ আঁধারে দাঁড় করাই,
এই যে রাতের নিঃশব্দ প্রপাত ,এই যে আরক্ত নিবেদন
এই যে  প্রতিদিন আঁধারের বুকে অজস্র সিঞ্চণ
এই নিঃসীম নিস্তব্ধ সমর্পণ ,কাকে তবে
হৃদয়ের ওঠাপরা এ গভীর নি:স্ব স্বেদন কার তবে -


চুপচুপি ডিরোজিও আসেন, কানের কাছে বলেন
'অবাক্ পৃথিবী 'র আমরা ভ্রাম্যমাণ।
অনেক বৃষ্টি ঘটান তিনি কুয়াশার বুক চিরে
তাকে আমি বেঁধে রাখতে চাই,ভালোবাসতে চাই
কিন্তু অগাধ পরিসরে তিনি ব্যপ্ত
ক্ষুদ্র আমার সাধ্য কোথায় -
আমার প্রবণতা ছুঁয়ে দেয় তাকে, বলে,
ফেরাও আমায় তিনি তার সাংকেতিক ভাষায়-
জানান,  ছিলাম, আছি,থাকবো -


" তুমি এলে বৃষ্টি ঝড়ে , মনের কোনে
  অগাধ প্লাবন ,প্রাণ ফিরে পায় মরুর ধূসর
  মেঘলা শাড়ীর কুশের আঁচল নাচন দোলে -


.........এসেছে ভেবে শুনিয়ে দিলুম দু'চার কলি
মৃদু হাসি, তারপর নিরুদ্দেশ ।


আমি অরেকটি জীবন নিয়ে ধ্বস্ত
ডুবে যাচ্ছি কিরীটির অভিপ্রায়ে
ঠিকানা সঠিক নয়, যোগাযোগ তথৈ
নাগরিক ঘরে কুলুপ ,আরেক আমার জন্মলগ্নের-
প্রাক্ অভ্যর্থণায় ডুবে যাচ্ছি ক্রমে
প্রাণপন চাইছি আরেক জন্মের
যেখানে ডিরোজিও থাকেন ,ফুটফুটে আদ্যপান্ত শহর
তিনি যেখানে পরিত্যক্ত মরুতে ফোটান কৃষ্টির ফুল ।


বিবর্ণ পৃথিবীতে -
তার এ অ-প্রত্যাশিত ফেলে যাওয়া সুখটুক্
অমি কোথায় জমাবো হায় ?